Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

একটি বাড়ি একটি খামার প্রকল্প, চুয়াডাঙ্গা সদর উপজেলার আওতায় গঠিত পিতম্বরপুর গ্রাম উন্নয়ন সমিতির এক জন সদস্য জনাব মোঃ আশরাফুল ইসলাম। তিনি সমিতির ৪৮নম্বর সদস্য। ২০০৯ সালে তিনি ছিলেন একজন ছিন্নমূল হতদরিদ্র। ছোট্ট একটা পরিবারের সকল সদস্যকেও তিনি পরিপূর্ণ ভরণ-পোষণ করতে পারতেন না। তাঁর মাথা গোজার জন্য ছিলনা বসত ভিটা। অন্যের জমিতে জোন দিতেন। কোনদিন অনাহারে কোনদিন অর্ধাহারে দিনোতিপাত করতেন। ২০১০ সালে একটি বাড়ি একটি খামার প্রকল্প এর পিতম্বরপুর গ্রাম উন্নয়ন সমিতির একজন সম্মানিত সদস্য হন। ২০১১ সালের জুলাই মাসে তিনি ১০,০০০/-(দশ হাজার টাকা) এবং তাঁর মায়ের নামে ১০,০০০/-(দশ হাজার টাকা) ঋণ হিসেবে গ্রহণ করে ০২টি ভেড়া ক্রয় করেন। ভেড়া পালনের পাশাপাশি তিনি ভাটায় জোন দিতেন। কঠোর পরিশ্রম করে তিনি গৃহিত ঋণ খেলাপী না করেই পরিশোধ করেন। পুণরায় তিনি ২০,০০০/-(বিশ হাজার টাকা) এবং তাঁর মায়ের নামে ২০,০০০/-(বিশ হাজার টাকা) ঋণ হিসেবে গ্রহণ করে আরো ০৫টি ভোড়া ক্রয় করেন। পর্যাক্রমে তিনি তিনি ৪০,০০০/-(চল্লিশ হাজার টাকা) ঋণ গ্রহণ করেন। বর্তমানে তাঁর খামারে প্রায় ২৫০টি ভেড়া। ভেড়া বিক্রয়ের মাধ্যমে তাঁর বর্তমান বার্ষিক আয় সর্বনিম্ন ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। এখন তিনি আর ভূমিহীন নন। এখন তাঁর নিজম্ব বসত ভিটা রয়েছে। নিজ বসত ভিটায় তাঁর নিজস্ব খামার এখন শোভা পাচ্ছে। বিগত ০৮বছরে তিনি এই প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করে তাঁর ভাগ্যের আমুল পরিবর্তন সাধন করেছেন। তিনি আর এখন হতদরিদ্র নন। তাঁর খামারেই এখন মানুষ জোন দেয়। তিনি একজন সফল খামারী হিসেবে আশেপাশের অনেক গ্রামেই পরিচিত। তাঁকে দেখে এখন অনেকে অনুপ্রাণিত হয়ে ভেড়ার খামার গড়ছেন। হচ্ছেন সফল।